পাবনার সব মাধ্যমিক ও প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা।
আরিফ খান জয় বিশেষ প্রতিনিধি:
পাবনায় তীব্র শীত,মৃদু শৈত্য প্রবাহ বিরাজ করছে। তীব্র শীতে জনজীবন বিপন্ন। সোমবার পাবনায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তীব্র শীতের কারণে সোমবার জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিক্ষা অধিদপ্তরের বরাত দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রাজা জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈশ্বরদী, পাবনার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়ার সম্ভাবনা থাকায় রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালকের সঙ্গে পরামর্শক্রমে সোমবার পাবনা জেলার ১ হাজার ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ১ দিনের জন্য বন্ধ থাকার পর আরও একদিন অর্থাৎ মঙ্গলবারের দিন ও বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালি জানান, মাউশির নির্দেশনা অনুযায়ী তীব্র শীতের কারণে এবং তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়া জেলার ৫২৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।