পাবনা, প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নেয়ামত উল্লাহপুর গ্রামে এক কিলোমিটার রাস্তা নির্মানের কাজে নয় ছয়ের অভিযোগ উঠেছে।
অনুসন্ধান করে জানা যায়, সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের সানিকদিয়ার নেয়ামত উল্লাহপুরে বিএডিসি প্রকল্পের আওয়তাধীন প্রায় ২৭ লক্ষাধিক টাকা বাজেটের এক কিলোমিটার রাস্তা নির্মানের কাজে ছয় নয়ের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট-খোয়া ও বালুর সংমিশ্রনে করা হচ্ছে রাস্তার কাজ। রাস্তা কাজে স্বল্পপরিমান বালু ও নিম্ন মানের ইট-খোয়া দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদার সাইফুল ইসলামের বিরুদ্ধে।
এ বিষয়ে এলাকাবাসীর একাধিক ব্যাক্তি জানান, রাস্তাটি বৃষ্টি হলে চলাচলের অযোগ্য হয়ে যেত আমরা মানবেতর জীবনযাপন করতাম। রাস্তার কাজ হওয়াতে আমরা খুশি হয় কিন্তু হটাৎ রাস্তার দায়সাড়া কাজ ও অর্থ সরানো হচ্ছে আমরা উপলদ্ধি করি। নিম্ন মানের দ্রবাদি দিয়ে তৈরী হচ্ছে রাস্তা।
এ বিষয়ে ঠিকাদার সাইফুল ইসলাম জানান, আগেই কোন কিছু লেখার দরকার নেই। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন।
এ বিষয়ে বিএডিসির প্রজেক্ট ইঞ্জিনিয়ার রুদ্র জানান, নিম্নমানের দ্রবাদ্রি দিয়ে কাজ করার সুযোগ নেই আপনার অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
এ বিষয়ে বিএডিসি প্রজেক্ট ডিরেক্টর জানান, আমি অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করছি। এ বিষয়ে আমি কিছু জানি না। রবিবার অবগত করতে পারব।