পাবনা জেলা প্রতিনিধি।
পূর্ব শত্রুতা ও গভীর নলকূপের ভাগ বাটোয়ারা সংক্রান্ত বিরোধের জের ধরে শাহিনুর রহমানের (৩৩) পিতা মোহাম্মদ মোল্লা ও চাচাতো ভাই আতিকুর রহমান ও সোহানের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় ঠেকাতে এলে অনেকেই গুরুতর আহত ও জখম হয়। হামলা শেষ হামলাকারীরা তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনাটি ঘটেছে উপজেলা ভাঁড়ারা ইউনিয়নের পারচিথুলিয়া গ্রামে। এ ঘটনায় আট জনের নাম উল্লেখ করে পাবনা থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী মোহাম্মদ মোল্লার ছেলে শাহিনুর রহমান বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামীরা হলেন, আলম বিশ্বাস (৪০) শফিক বিশ্বাস(৪৩) উভয় পিতা- মৃত পচা বিশ্বাস, ইকবাল বিশ্বাস (৩২) পিতা বন্দোর আলী বিশ্বাস, রইস উদ্দিন প্রা (৫৫) পিতা মৃত ছকির উদ্দিন প্রা, শাজাহান পারামানিক (৬০) পিতা মৃত এছেন প্রা, আলাই মোল্লা (৬২) পিতা মৃত ফেলু মোল্লা, রাকিব শেখ(২৩) পিতা আফাজ আলী শেখ, ইয়াসিন প্রামানিক (২২) পিতা শাজাহান প্রা। সর্ব সাং- পারচিথুলিয়া, শ্রীপুর ভাঁড়ারা থানা,পাবনা সদর জেলা-পাবনা। অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত একটি গভীর নলকূপের ভাগ বাটোয়ারা নিয়ে শত্রুতা চলছিলো,শত্রুতার এক পর্যায় গত শনিবার ( ৯ নভেম্বর ) তারিখ ১১/১১/২৪ সকাল :৮ টায় দিকে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা,লোহার বড়,দা,ছ্যান,চাপাতি দেশীয় নিয়ে শাহিনুর রহমানের বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মোহাম্মদ মোল্লা গালিগালাজ করতে নিষেধ করলে তার উপর আক্রমণ ও হামলা করে,এক পর্যায় মারধর ও গুরুতর জখম করা হয় এ বিষয়ে অভিযোগ কারী শাহিনুর রহমান শনিবার (৯ নভেম্বর ) বলেন, বিবাদী গন অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে,পরিশেষে তিনি ন্যায় বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।
এই বিষয়ে প্রতিবেদক ঘটনাটি জানতে চাইলে বিবাদী পক্ষের আলম বিশ্বাস বলেন, মিথ্যা ও বানোয়াটি মামলা দিয়ে আমার ও আমার পরিবারকে হয়রানি করার জন্য মামলা দিয়েছে। আমরা তাদেরকে কোনরকম মারধর করি নাই।
এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, দুই পক্ষই অভিযোগ দায়ের করেছেন।তদন্ত চলছে,তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।