এস এম আলমগীর চাঁদ ( পাবনা প্রতিনিধি )
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়াল বাথান শেখপাড়া গ্রামে গন পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে ।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার ( পঁচিশ আগষ্ট ) রাত আনুমানিক দুইটার দিকে মুলাডুলি ইউনিয়নের গোয়াল বাথান শেখপারা গ্রামে গরু চুরি করতে এসে স্থানীয় বাসিন্দাদের হাতে ধৃত হয়ে গন পিটুনি তে নিহত হয় সে ।
এলাকা বাসী জানান, স্থানীয় ইদ্রিস আলীর বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা এই ব্যাক্তি ধরা পরলে তাকে গন পিটুনি দেয় উত্তেজিত জনতা ।
ইদ্রিস আলী জানান, শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে তার গোয়াল ঘর হতে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল ঐ ব্যাক্তি ।
তিনি চোর চোর বলে চিৎকার করলে গ্রামবাসী লাঠি শোটা নিয়ে এগিয়ে আসে ।
চোর দৌড়ে পালানোর সময় গ্রামবাসী তাকে ধরে ফেলে গন পিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায় সে ।
ঈশ্বরদী থানার পরিদর্শক( তদন্ত ) হাসান বশির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।