পাবনার ঈশ্বরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়
পাবনা ঈশ্বরদী মো ঃ রাকিব বিশ্বাস
পাবনার ঈশ্বরদীতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শব্দটি ব্যবহার করা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও চর্চাকে অব্যাহত রাখতে জাতিসংঘ এই দিবস পালন করে থাকে। দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিএসআরআই এর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান পাঞ্জাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার ঈশ্বরদীর পৌর মেয়র জনাব ইসাহক আলী মালিথা আরো উপস্থিত ছিলেন মুলাডুলি ইউনিয়ন এর পরিষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা , ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বিএসআরআই এর পরিচালক ড. ইসমত আরা, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা, উপদেষ্টা রমেন্দ্র নাথ চক্রবর্তি। সঞ্চালনা করেন সমন্বয়কারী দেলোয়ার হোসেন ডিলু। প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুজ্জামান বিশ্বাস বলেন, আওয়ামী লীগ সরকার বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, স্বীকৃতি ও দাবির প্রতি শ্রদ্ধাশীল। সাংবিধানিকভাবে বাংলাদেশে কোনো সুনির্দিষ্ট আদিবাসী জনগোষ্ঠী নেই। বাংলাদেশের ভূমিজ সন্তান বা আদি বাসিন্দা হলো এখানকার মূল জনগোষ্ঠী, যারা নানা পরিচয়ের পরিক্রমায় বাঙালি বলে পরিচিতি লাভ করেছে।