মোঃ রাজিব জোয়ার্দ্দার
পাবনার আটঘরিয়া ও দেবোত্তর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় ৯টি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৫ মার্চ) আটঘরিয়া ও দেবোত্তর বাজারে চালানো এ অভিযানে ওষুধ, ফল, মুদিখানা, হোটেল ও রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
দেবোত্তর বাজারের জাবেদ ফল ভান্ডার (২,০০০ টাকা), সততা ফল ভান্ডার (১,০০০ টাকা), বাবুল মাংস ঘর (৩,০০০ টাকা), মেসার্স হাসমত আলী (১০,০০০ টাকা), মেসার্স আকুল স্টোর (২০,০০০ টাকা), মেসার্স সুজন স্টোর (১৫,০০০ টাকা), রুনা হোটেল (২০,০০০ টাকা)।
আটঘরিয়া বাজারের মাসুদ মেডিক্যাল হল (৩,০০০ টাকা) ও মধুবন সুইটস অ্যান্ড দই ঘর (৬,০০০ টাকা)।
অভিযানকালে টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাদের সঙ্গে জেলা পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা করে। ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।