পাবনা জেলা প্রতিনিধি: আরিফ খান( জয়)
পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষ পুর দক্ষিণ পাড়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
নির্যাতনের শিকার ওই শিশুর বাড়ি পাবনা সদর উপজেলার, চর আশুতোষপুর দক্ষিণ পাড়া সমসের বয়াদির বাড়ির পাশে । একই গ্রামের ওই শিশুর দাদা বেল্লাল মন্ডল জানায়,১৪/১১/২৩ তারিখে দুপুর আনুমানিক ০১:০০ ঘটিকার সময় আমার নাতনী ইমা খাতুন (০৪) ও অভিযুক্ত প্রতিবেশি রজবের নাতনী নুরি একত্রে খেলিতে থাকা অবস্থায় রজব কৌশলে ডাক দিয়ে তার বসত বাড়ির শয়ন ঘরে লইয়া ইমাকে ধর্ষণ করেন। আমার নাতনির আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দ্রুত রজব পালিয়ে যায়। প্রতিবেশি ফিরোজা বেগম ও আমজাদ মন্ডল বলেন ঘটনা শুনে আমরা এসে দেখি রজব পালিয়েছে শিশু মেয়েটি অসুস্থ। শিশুটির মা সুমি খাতুন বলেন, আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আসিয়া আমাকে ঘটনাটি খুলিয়া বলেন। পরে আমার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করি বর্তমান চিকিৎসাধীন অবস্থায় আছে ঘটনাটির সুষ্ঠু বিচারের দাবি করছি। অভিযুক্ত রজবের ফাঁসি দাবি করছি। আমার মেয়েকে রক্তাক্ত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করি। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছে, বাচ্চাটির শরীরে নির্যাতনের চিহ্ন পেয়েছেন তারা।
প্রাথমিক ভাবে ধর্ষণ মনে হচ্ছে।
এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, ঘটনা জানার পরপরই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।