পাবনায় ৪টি গাঁজার গাছসহ দুই ব্যক্তি আটক।
বিশেষ প্রতিনিধি: আরিফ খান জয়
পাবনা সদর উপজেলার ভাঁড়ালা ইউনিয়নের চর বলরামপুরে অভিযান চালিয়ে ৪টি গাঁজার গাছসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাদের আটক করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাবনা সদর উপজেলার ভাঁড়ালা ইউনিয়নের চর বলরামপুর মালিথাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় দুই ব্যক্তির বাড়ির বসতবাড়ির আঙিনায় রোপনকৃত মোট চারটি গাঁজার গাছ জব্দ করা হয়। জব্দকৃত চারটি গাঁজার গাছের ওজন প্রায় ৪৩ কেজি। এ সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চর বলরামপুর মালিথাপাড়া গ্রামের হাসেম মালিথা (৫০) ও শামসুল মালিথা (৪০)। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।