আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।এতে পাবনা ৫ টি আসনের মধ্যে একটিতে নতুন এবং বাকি ৪টিতে বর্তমান সংসদদের মনোনয়ন দেয়া হয়েছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার (২৬ নভেম্বর) রাজধানীর দলীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে সারা দেশের প্রার্থীদের সঙ্গে পাবনা ৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাবনা ৫ টি আসনে মনোনয়ন পেতে মোট ৭৬ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করে ছিলেন। যাচাই-বাছাই শেষে মোট ৫ টি আসনের প্রার্থী চূড়ান্ত নাম ঘোষণা করা হয়। তারা হলেন পাবনা-১ ( সাঁথিয়া- বেড়া) একাংশে শামসুর রহমান টুকু এমপি পাবনা -২ (সুজানগর- বেড়া) একাংশের আহম্মেদ ফিরোজ কবির এমপি পাবনা -৩ (চাটমোহর- ভাঙ্গুরা- ফরিদপুর) আসনের আলহাজ্ব মকবুল হোসেন এমপি পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনে সাবেক ভূমি মন্ত্রীর ছেলে গালিবুর রহমান শরীফ গালিব পাবনা-৫ (সদর) আসনে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই আসনের ৩ বারের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করার পর পরেই নেতাকর্মীরা পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে পাবনার শহরের বিভিন্ন সড়ক ঘুরে এসে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে এক মিলন মেলায় পরিণত হয়। এ সময় পথচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে মিষ্টি বিতরণ করা হয়।
এই সময় যেনে নেতাকর্মীদের মাঝে আনন্দময় পরিবেশ তৈরি হয়।