পাবনায় স্বপ্ন ফুড এন্ড বেভারেজ কোম্পানিতে অভিযান ও জরিমানা
বিশেষ প্রতিনিধি পাবনা:
১৪ মার্চ দুপুরে পাবনা সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া এলাকায় স্বপ্ন ফুড এন্ড বেভারেজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রণালয়, পাবনা এর সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি’কে সাথে নিয়ে র্যাবের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
র্যাব জানায়, আফুরি এলাকার মোঃ আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ রাশেদুজ্জামান স্বপ্ন ফুড এন্ড বেভারেজ নামের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে নকল, অস্বাস্থ্যকর টেস্টি স্যালাইন, গ্লুকোজ বিস্কুট, সফট ড্রিংকস পাউডার সহ বিভিন্ন পণ্য উৎপাদন করে পাবনা সহ আশেপাশের বিভিন্ন জেলাতে বিপণন করে আসছিল।
পরে জাতীয় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানের মালিক মোঃ রাশেদুজ্জামানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং নকল পণ্য সহ উৎপাদন কাজে ব্যবহৃত অবৈধ মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।