আব্দুল কাইউম : দেশজুড়ে ভূমি মালিকগনের সেবা ও পরামর্শ প্রদানের জন্য ৮ ই জুন শুরু হওয়া সপ্তাহ ব্যাপি ভূমি সেবা কর্যক্রমের সমাপনী হলো। এ উপলক্ষে ১৪ ই জুন শুক্রবার দুপুরে পাবনা সদর উপজেলার ও পৌর ভূমি অফিসে সেবা সপ্তাহের আনুষ্ঠানিক কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।
সপ্তাহ ব্যাপী বিভিন্ন সেবার মধ্যে নাম জারি,নাম জারি আবেদন, মিস কেস, রেকর্ড,পর্চা,নকশা জরীপ,ভূমি সংক্রান্ত ওয়েব পরিচিতি, কল সেন্টার পরিচিতি সহ ভূমি বিষয়ক জটিলতা নিরসনে পাবনা পৌর ভূমি অফিসে তিনশতাধিক ভূমি মালিককে সেবা প্রদান করা হয় বলে জানান তাঁরা এবং এধরনের সেবা চলমান থাকবে।