আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ পাবনা জেলা শাখার আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৃহস্পতিবার ৭ ডিসেম্বর বেলা ১১ টায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স,জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয়চাকী,জেলা যুব মহিলা লীগের সিঃ সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের সদস্য ০৩ প্যানেল চেয়ারম্যান আইরিন কিবরিয়া কেকা জেলা পরিষদ-পাবনা।বাংলাদেশ যুব মহিলা লীগ পাবনা জেলা শাখার সভাপতি এ্যাড. আরেফা খাতুন শেফালীর সভাপতিত্বে ও জেলা যুব মহিলা লীগ এর সাধারণ সম্পাদক কোহিনূর ফেরদৌস কনার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন যুব মহিলা লীগের পৌর উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।এসময়ে প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন,পাবনা যুব মহিলা লীগ সুসংগঠিত একটি সংগঠন।নির্বাচন কালীন সময়ে সতর্কতার সহিত পাবনা এলাকার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে নিরলসভাবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি ।পরে পাবনা পৌর মহিলা যুবলীগের সাদিয়া আফ্রিন কথাকে সভাপতি ও শাম্মী আক্তার শিউলিকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এবং দলীয় পার্টি অফিসে প্রখ্যাত শ্রমিকনেতা পাবনা ০৩ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ওয়াজউদ্দিন খাঁনের কন্যা তাওহিদ তানমান খাঁন স্বাতীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ও মওলানা আব্দুস শাকুর এর মোনাজাত ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকতার শেষ হয়।