পাবনা প্রতিনিধি: আরিফ খান জয়
পাবনায় মসজিদের ওয়াজ মাহফিলের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর জখম ও আতহ আব্দুল্লাহ দিশারি সর্দার (২৩) ১২ ডিসেম্বর রাত ১১:৩০ মিনিটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এবং তার চাচাতো ভাই কায়সার (১৯) গুরুতর জখম ও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে ৬ ডিসেম্বর শুক্রবার রাত আনুমানিক ৯:৩০ মিনিটের দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের চরঘোষপুর সর্দারপাড়া গ্রামে। ঘটনাটি সম্পর্কে পুলিশ ও স্থানীয়রা জানান, ৬ ডিসেম্বর শুক্রবার রাতে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলকে কেন্দ্র করে প্যান্ডেলের বাইরে একটি মেলার আয়োজন করা হয়। এই মেলায় কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও বাগ বিতর্ক হয় এবং এরই একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বেশ কয়েকজন গুরুতর আহত ও জখম হন।
হেমায়েতপুর পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই পক্ষের দুই, নিহত হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে।