আরিফ খান জয় বিশেষ প্রতিনিধি:
তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব আমাদের সকলের! ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন।
বুধবার (২৪জানুয়ারি) বেলা১০টায় পাশ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সফল মেম্বার শিহাব উদ্দিন মহুরির নিজ উদ্যোগে তার নিজ বাড়িতে কম্বল বিতরণ করা হয়।এই সময় উপস্থিত ছিলেন তার বাবা কামাল উদ্দিন মহুরি ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার লিয়াকত,মোহাম্মদ বাবলু খান সমাজসেবক, আব্দুস সাত্তার সমাজসেবক, ও আলাউদ্দিন খান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিহাব উদ্দিন মহুরি বলেন, প্রতিবছর আমি শীতের এই সময়ে নিজ উদ্যোগে কম্বল বিতরণ করে থাকি। আপনাদের সকলের কাছে দোয়া চাই যেনো প্রত্যেকবছর দিতে পারি। এই সময় গ্রামের গরীব অসহায় দুস্থঃ কর্মহীন প্রায় শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।