নিজস্ব প্রতিবেদক :
১০ ডিসেম্বর মর্যদা, স্বাধীনবিশ্ব মানবাধিকার দিবস, ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এ সিদ্ধান্ত গ্রহিত হয়। বিশ্বের তৃনমূল মানুষের অধিকার,মৌলিক চাহিদা সহ সার্বিক মানবাধিকার রক্ষায় সাধারণ মানুষের সচেতনতার লক্ষ্যে সারা বিশ্বে বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংগঠন এক যোগে কাজ করে যাচ্ছে।
দিবসটির এবারের ২০২৩ এর প্রতিপাদ্য ছিল
“সবার জন্যতা এবং ন্যায়বিচার” প্রতিপাদ্যটির গুরুত্ব অনুধাবন করে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা এর রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে পাবনায় বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন এর কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সংগঠনটির লস্করপুর নিজ কার্যালয়ে বিশেষ আলচনা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্যে রাজশাহী বিভাগীয় তৃণমূল মানুষের মানবাধিকার সংরক্ষণ ও আইনি সহায়তা সেবার ব্রত নিয়ে নেতা কর্মীদের মাঠে থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব মিজানুর রহমান সুমন এর সভাপতিত্বে ও রাজশাহী বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা-র সঞ্চালনায় আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নূর আলম পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিপু ফকির, সদর উপজেলা সভাপতি জামিরুল ইসলাম,ঈশ্বরদী উপজেলা সভাপতি মানিক মন্ডল সহ আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার নেতা কর্মী বৃন্দ।