স্টাফ রিপোর্টার:
পাবনা প্রেসক্লাবকে স্বৈরাচারমুক্ত ও বৈষম্যের শিকার সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষে পাবনায় "বৈষম্য বিরোধী সাংবাদিক পরিষদ" গঠন করা হয়। এ উপলক্ষে শনিবার (৩১ আগস্ট-২০২৪ খ্রি.) পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের ক্যাফে পাবনা চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন।
দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও দৈনিক বিপ্লবী সময় সম্পাদক সোহেল রানা বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিটিভি'র পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, এশিয়ান টিভি'র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি শফিক আল কামাল, এসএ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, মাইটিভি'র জেলা প্রতিনিধি আব্দুল নাহিদ মিয়া, মোহনা টিভি'র জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, রাজধানী টেলিভিশন ও দৈনিক ক্রাইম তালাশ'র স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, কালের কন্ঠ মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি রাজিব জোয়ার্দার , দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি আরিফ খান জয়, দৈনিক লাখোকন্ঠ ও সাম্প্রতিক দেশকালের জেলা প্রতিনিধি ফজলুল হক, আজকের দর্পণের জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, দৈনিক দেশের পত্র জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক আজকের বসুন্ধরার জেলা প্রতিনিধি আলাল উদ্দিন, দৈনিক সমাজ সংবাদ জেলা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, দৈনিক আজকের খবর জেলা প্রতিনিধি ইকবাল হোসাইন ও দৈনিক পাবনার আলো'র স্টাফ রিপোর্টার সিয়াম হোসেন।
সভায় উপস্থিত হতে না পেরে মোবাইলে ভার্চুয়াল যোগদানের মাধ্যমে একাত্মতা প্রকাশ করেন দৈনিক পাবনার আলো ও মাসিক অনন্য কথা ম্যাগাজিনের সম্পাদক মাহফুজ আলী কাদেরী, দৈনিক জীবন কথার সম্পাদক এ এস এম আব্দুল্লাহ, দৈনিক এ যুগের দ্বীপ সম্পাদক সরকার ওমর আলী, দৈনিক পাবনার খবর সম্পাদক তাজ উদ্দিন মিলন প্রমুখ।
সভায় বক্তারা স্বৈরাচারের দোসর, স্বজন প্রীতির মাধ্যমে নিজ সন্তান ও আত্মীয় স্বজনদের সদস্যপদ দেয়ার মাধ্যমে ক্ষমতা কুক্ষিগতকারি পরিচালনা পরিষদের (মেয়াদ শেষ) সকল কর্মকান্ড স্থগিত, প্রশাসক নিয়োগ অথবা নিরপেক্ষ আহবায়ক কমিটি গঠন করে অধিকার বঞ্চিত সাংবাদিকদের সদস্য করার পর নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন, প্রেসক্লাবের সদস্যপদ গ্রহনের আবেদন করার জন্য তিনজন সদস্যের সুপারিশ গ্রহনের ধারা বাতিল, দুদক কর্তৃক কতিপয় সাংবাদিক নেতৃবৃন্দের অতীত এবং বর্তমানের সম্পদ ও ব্যাংক হিসাব অনুসন্ধানের দাবী জানানো হয়। এছাড়াও দাবি আদায়ের লক্ষ্যে প্রশাসন, বিএনপি, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করা হয়।
সভায় দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুস সালামকে আহবায়ক ও দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক সোহেল রানা বিপ্লবকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট "পাবনা বৈষম্য বিরোধী সাংবাদিক পরিষদ" গঠন করা হয়।