পাবনা প্রতিনিধি:
কারার ঐ লৌহ কপাট’, মাগো ভাবনা কেনোসহ দ্রোহের গানে, শ্লোগানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি আদায়ে কেন্দ্রিয় কর্মসূচিতে অংশ নিতে শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মেইন গেইটে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে, বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ট্রাফিক মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনে শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন। এ সময় আন্দোলনকারীরা অসহযোগ আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন প্রত্যাশা করে বক্তব্য রাখেন। এ সময় কর্মসূচি পালনে সহযোগীতার জন্য আইনশৃংখলা বাহিনীকে ধন্যবাদও জানান তারা।
বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাবনার অন্যতম সমন্বয়ক ফাহাদ হোসেন বলেন, নির্বিচারে গুলি করে অসংখ্য শিক্ষার্থী ভাই সহ অনেককেই হত্যা করেছে পুলিশ। গতকাল ২ আগস্ট সারাদেশে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন গণমিছিল ছিলো। দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ হামলা করেছে, আবারো অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আমরা এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছি। আর একটি শিক্ষার্থীর প্রাণও ঝরতে দেবো না। আর একটি গুলি চললে একটুও সহ্য করা হবে না।
অসহযোগে পাবনা অচল করার ইঙ্গিত দিয়ে এই সমন্বয়ক বলেন, আগামীকাল (৩ আগস্ট) থেকে আমাদের অসহযোগ আন্দোলন। আর ঘরে বসে থাকবে না পাবনার শিক্ষার্থীরা। কাল থেকে পাবনায় কোনো দোকানপাট চলবে না, ব্যবসায়ীদের আহ্বান করবো, প্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের সাথে একাত্মতা পোষণ করুন। রাস্তায় আসুন। পাবনাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, কাল থেকে অসহযোগ আন্দোলন শুরু। আপনারা কেউ কোনোধরণের বিল দেবেন না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল সহ সব বিল পরিশোধ বন্ধ রাখবেন। রিকশা-ভ্যান, অটোরিকশা সহ সকল যানবাহনের চালকেরা গাড়ি নিয়ে বের হবেন না। স্বৈরাচারের শোষণ থেকে মুক্তি পেতে আপনারা সবাই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন।
প্রসঙ্গত, গত শুক্রবার (৩ আগস্ট) সারাদেশ শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে গণমিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচিতে দেশের বেশকিছু জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের। অনেকেই নিহত হন বলেও দাবি শিক্ষার্থীদের। এর প্রতিবাদে ও ৯ দফা দাবিতে পাবনায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এতে অংশ নেন সরকারি এডওয়ার্ড কলেজ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বিক্ষোভ নিয়ে শিক্ষার্থীরা পাবনা ট্রাফিক মোড়ে এসে অবস্থান নেন। এ সময় পাবনার আব্দুল হামিদ সড়কে প্রবেশমুখে অবস্থান নেন পুলিশ ও বিজিবি। তবে শিক্ষার্থীরা পুলিশি বাধা অতিক্রম না করে ট্রাফিক মোড়ে অবস্থান নেওয়ার পরেও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। প্রায় দীর্ঘ এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন শেষে পৌনে ১টার দিকে অবস্থান ভেঙে এডওয়ার্ড কলেজ গেইটে ফিরে যায় শিক্ষার্থীরা। এরপর, এদিনের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।