মোঃ রাজিব জোয়ার্দ্দার,
প্রকৃতির ভারসাম্য বজায় রেখে মানুষ সহ সকল জীবের জন্য দূষণ মুক্ত পরিবেশের সচেতনতা বৃদ্ধি লক্ষ্য দিবসটি গুরুত্ব উপলব্ধি করে
জাতিসংঘ ১৯৭৪ সালে এই দিনে বিশ্ব পরিবেশ দিবস সূচনা ঘটে এরই ধারাবাহিকতায় দিবসটির
এবারের প্রতিপাদ্য " করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বিশ্ব পরিবেশ দিবস পালন হয়েছে।
(৫ জুন) বুধবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজন জেলা প্রাশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাশাসকের সেমিনার হল রুমে জেলা প্রাশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্যদেন, জেলা প্রশাসক আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পাবনা আনজুমা,
আক্তার বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, পরিবেশ আন্দোলন (বাপা)
সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, মিশন নার্সারি বৃক্ষ প্রেমি কামাল পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের টেকনোলজি বিভাগীয় প্রাধান
রোকনুজ্জামান, পরিবেশ অধিদপ্তর পাবনা উপ- পরিচালক মোঃ নাজমুল হোসাইন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল
কলেজের শিক্ষার্থিসহ পরিবেশ বাদী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, পৃথিবী ঢাল হিসেবে কাজ করে গাছ। তাই প্রতিনিয়ত গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে।
আমাদের পরিবেশের চারপাশ পরিষ্কার রাখতে হবে। তাহলেই আমাদের জীবন মান উন্নত হবে। দেশের উন্মুক্ত জলাশয়গুলো রক্ষা করতে হবে,
নদীতে ময়লা আবর্জনা ফেলা যাবে না। নদীকে বাঁচাতে হবে। বাঁচাতে হবে পৃথিবী।