এস এম আলমগীর চাঁদ ( পাবনা প্রতিনিধি )
পাবনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ২ জন নিহত হয়েছে । আহত হয়েছে আরও ২ জন ।
বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর )বেলা এগারটার দিকে উপজেলার পাবনা ঈশ্বরদী মহাসরকের টেবুনিযা কৃষি ফার্মের সম্মুখে এ ঘটনা ঘটে । নিহতরা হলেন রিফাত আল সিফাত(২১) । সে সুজানগর উপজেলার রামচন্দ্র পুর এলাকার কামরুজ্জামানের ছেলে । এবং অপরজন হলেন চাটমোহর উপজেলার মজনু মাস্টারের ছেলে রুম্মান (২০)
নিহত সিফাত চলতি বছরের বিশ্ববিদ্যালয ভর্তি পরীক্ষায় রাজশাহী, খুলনা সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্হান লাভ করেছিল ।
পাকশী থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, সিএনজি চালিত অটোরিকশায করে তিন জন ঈশ্বরদী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাব্বী পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে । আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজন কে মৃত বলে ঘোষণা করেন । ঘাতক বাসটিকে আটক করা হয়েছে ।