আরিফ খান জয় বিশেষ প্রতিনিধি:
চাটমোহর ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে মানুষের ভিড়!রান্নাঘরে পড়ে ছিলেন মৃত মা, গাছে ঝুলছিল সন্তানের মরদেহ।
পাবনার চাটমোহরে রান্নাঘর থেকে গৃহবধূ ও বাড়ির পাশের একটি গাছ থেকে তাঁর শিশুসন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহতরা হলো দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন (৩৫) ও তাঁর ছেলে রিয়াদ হোসেন (৮)। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কারও সঙ্গে শত্রুতা ছিল না তাদের। কে বা কারা তাদের এভাবে হত্যা করেছে তা প্রশাসন ভালো বলতে পারবে।
স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, ‘ওই বাড়িতে লাবনী খাতুন, তার শিশু ছেলে ও শাশুড়ি থাকতেন।