পাবনায় পৃথক অভিযানে তিন জন মাদক ব্যবসায়ী আটক।
বিশেষ প্রতিনিধি:
জেলা গোয়েন্দা শাখা, পাবনার পৃথক পৃথক অভিযানে তিনজন মাদক ব্যবসায়ী ২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং ১২/০১/২০২৪ তারিখ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিরস্ত্র) মোঃ আমিনুর রহমান, এএসআই(নিরস্ত্র)মোঃ মামুন অর রশিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন চর আশুতোষপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ সাদ্দাম দেওয়ান (২৮), পিতাঃ মৃতঃ লুৎফর দেওয়ান, সাং-চর আশুতোষপুর (দেওয়ানপাড়া) ২। মোঃ রিপন হোসেন (২৪), পিতাঃ মোঃ নাজিম হোসেন, সাং-ভাড়ারা খাঁ পাড়া, উভয় থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাদ্বয়কে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে একই টিম পাবনা জেলার সদর থানাধীন নলদহ এলাকায় অভিযান পরিচানা করিয়া মাদক ব্যবসায়ী মোছাঃ শিউলী আক্তার (৩৫), স্বামীঃ মোঃ আশরাফ খাঁ, সাং-নলদহ(চরপুকুর) থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হয়েছে।