পাবনা প্রতিনিধি
পাবনা জেলার সুজানগর উপজেলায় সাতবাড়িয়া ইউনিয়নে লালনের মোড় এলাকায় পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে কুপিয়ে আহত ও গুরুতর জখম মোহাম্মদ রাব্বি মৃধা (২৫) ও আনজু খা (৪৫) উপরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পাবনা সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে লালনের মোড় এলাকায়। ভুক্তভোগীরা বর্তমানে সুজানগর ৫১ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী রাব্বি ও তার পরিবারের অভিযোগ পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্র নিয়ে তার উপরে আক্রমণ করে এবং তাকে গুরুতর রক্তাক্ত ও জখম করে পালিয়ে যায় পার্শ্ববর্তী এলাকায় হেমরাজপুর গ্রামের ফজলু ও তার বাহিনী।
জীবন নাশের হুমকি প্রদান করা হয় তারা এলাকার প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির লোক ।
ঘটনাটি ঘটেছে সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের লালনের মোড় এলাকায়। ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগনের সাথে দীর্ঘদিন পার্শ্ববর্তী এলাকা হেমরাজপুরের লোকের সাথে বিরোধিতা চলছিলো
বিরোধিতার এক পর্যায় গত (১৯ ফেব্রুয়ারী) ২০২৫ তারিখে বিকাল:৫:৩০ মিনিটের দিকে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা,লোহার বড়, হাতুড়ি সহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা ও মারধর করে এবং এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ ও করতে থাকে ।
এই বিষয়টাকে নিয়ে ৬জনকে আসামি করে সুজানগর থানা একটি এজাহার দায়ের করা হয় অভিযুক্তরা হলেন ফজলু প্রাং (৪৫) মেহেদী প্রাং (১৯) জিয়া প্রাং (৪৫) সুজন প্রাং (৩৫) মতিন প্রাং (৪০) রাব্বি মুন্সি (২২) সাং হেমরাজপুর, সুজানগর।
অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়-ভীতি প্রদর্শন সহ ও জীবন নাশের হুমকি প্রধান করা হয়।
বিবাদী গন অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে,পরিশেষে তিনি ন্যায় বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।
এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।