পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ড (লতিফ ডাক্তারের মোড়ে) পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মিঠুন প্রাং (৪৫) নামে এক যুবক কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত মিঠুনের ছোট ভাই বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে একই এলাকার আল আকাবা আব্দুল গনি জামে মসজিদে নামাজ আদায় সংক্রান্ত বিষয় লইয়া দীর্ঘদিন যাবত রবিউল আউয়াল ও মিঠুন প্রাং সঙ্গে কথা কাটাকাটি বিরোধ ও শত্রুতা চলে আসছিল।
এর জের ধরে সোমবার ২৩/০৯/২০২৪ একই এলাকার দোগাছি ১নং ওয়ার্ড লতিফের মোড়ে ,একই এলাকার একজন মহিলা মৃত্যু বরণ করলে জানাজা নামাজ আদায় ও কবর দেয়ার উদ্দেশ্যে মিঠুন প্রাং পাবনা সদর আরিফপুর গোরস্থানে যান।
কবরস্থানে মৃতদেহ দাফন অবস্থায় হত্যার উদ্দেশ্যে এ সময় রবিউল আওয়াল ও আরিফ গং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা অনেকেই পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করা হয়।
আহত মিঠুনের ছোট ভাই রাকিব হাসান হিটু বলেন আল আকাবা আব্দুল গনি জামে মসজিদে নামাজ আদায় নিয়ে রবিউল আউয়াল ও আমার বড় ভাই মিঠুন প্রাং
কথা কাটাকাটি হয়। এই সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত আমার বড় ভাইকে প্রাণ নাশের-
হুমকি ও বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে আসছিলেন রবিউল আউয়াল।
আমাদেরকে এখনো বিভিন্নভাবে ভয় -ভীতি প্রদর্শন করা হচ্ছে আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সালাম বলেন লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।