পাবনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় ও মজুুদ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায়
পাবনা জেলা প্রতিনিধি:
অদ্য ১২ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা জেলার সদর উপজেলার কাশিপুর মোড় ও হাজিরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুুদ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি দোকানের মালিককে সর্বমোট ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। জেলা প্রশাসন, পাবনা এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত জাহান পিয়া মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব জি.এম. নজরুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ, পাবনা এর সদস্যবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন। এ সময় বাজারের ক্রেতা ও বিক্রেতাগণকে পলিথিন ব্যবহার, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে লিফলেট বিতরণ করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।