পাবনায় জোরপূর্বক বাড়ি দখলের অভিযোগ ও ভাঙচুর থানায় মামলা
পাবনা বিশেষ প্রতিনিধি: আরিফ খান (জয়)
পাবনা সদর উপজেলার চরতারা ইউনিয়নের ঢাটিপাড়া এলাকায় লোহাই মন্ডল নামে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে সম্পা খাতুন ও তার বাবা রব্বান খাঁ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় পাবনা সদর থানায় ও একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দীর্ঘ ১৪ বছর আগে সম্পা ও সেলিমের বিবাহ হয়। তাদের দুইটা সন্তান ও হয় কিন্তু পারিবারিকভাবে তারা সুখেও শান্তিতে ছিলেন না। অভিযোগ ছিল স্বপ্না অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। প্রেম করত এ নিয়ে সেলিমও সম্পার মাঝে প্রায় ঝামেলা হতো । এমন অবস্থায় প্রায় দুই বছর আগে সেলিম হঠাৎ মৃত্যুবরণ করে, এই বিষয়ে সেলিমের বাবা লোহাই মন্ডল তিনি বলেন, আমার ছেলের মৃত্যুর পরে ছেলের বউ সম্পা ধাপে ধাপে আমার কাছ থেকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ২০ থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছে। অন্য পুরুষের সাথে বিবাহ হয়েছে। এখনো সে আমাকে ফোন করে টাকা চায় এবং আমাকে ভয়- ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান ও এলাকার কিছু মাস্তান ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি হুমকি-ধামকীও ভয়-ভীতি প্রদান করে আসছে।
১০/০৯/২০২৪
মঙ্গলবার সকাল ১১টার দিকে আমার বাড়িতে ৩০-৪০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ঘরের দরজা ভেঙে নগদ টাকা। ও আমার মেয়ের গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেন।যে কোন মুহূর্তে আবারো আমাদের উপর আক্রমণ করতে পারেন, এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
এই বিষয়ে আমি নিজে বাদী হয়ে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি রওশন আলী বলেন, লিখিত একটি অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।