সোহাগ খান বাপ্পী বিশেষ প্রতিনিধি :
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পাবনা বাস টার্মিনাল এলাকায় দুই যুবক নিহত হয়েছে।
আজ ৪ সেপ্টেম্বর বুধবার সকালে শহরের বাস টার্মিনালস্থ হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিলন হোসেন পাবনার মুজাহিদ ক্লাবের আরমান শেখের ছেলে। আর মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে।
পাবনা বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে পৌঁছামাত্র কয়েকজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করলে দুজনই হোটেলের সামনে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।