মোঃ রজিব জোয়ার্দ্দার"
পাবনা জেলার সাথিয়া থানার বাসিন্দা শম্পা (১৬ ), পিতা: বাবলু প্রামানিক। মাছখালী গ্রামের নানু ব্যাপারির ছেলে আতিয়ারের সাথে দুই বছর দুই বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়
টানা দুই বছর সংসার করার পরে বাবার বাড়িতে বেড়াতে এসে বাবু শেখের ছেলে সাথে তার স্বামীকে ফেলে রেখে পরকিয়া প্রেমিক মোঃ সজিরের (২০) এর সাথে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১২ জুন) বিকাল আনুমানিক ৪:৩০ এর সময়ে।সরেজমিনে গিয়ে পলাতক সম্পা মা মর্জিনা আক্তারের সাথে সরাসরি কথা বললে জানা যায়,সম্পা ও আতিয়ারের বিয়ে হয়েছিল ২ বছর পূর্বে। ঈদে বাড়িতে এসে পাশের বাড়ির সজিব তাকে বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে আমার মেয়ে তুলে নিয়ে যায় বলে জানা সম্পার মা।