আব্দুল কাইয়ুম
পাবনা শহরের প্রাণকেন্দ্রে নূরপুর বাইপাস সড়কে এ্যরস্ট্রকেট ফুড গার্ডেন রেস্টুরেন্টের নতুন শাখার উদ্বোধন হয়েছে।
এ উপলক্ষে বুধবার ১৯ জুন দুপুরে ফিতা কেটে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা
আবদুল্লাহ আল মামুন। এ সময় তিনি রেস্টুরেন্টেটির বিভিন্ন কর্ণার পরিদর্শন করেন এবং দিকর্নিদেশনা মূলক পরামর্শ দেন।
শাখাটির ব্যবস্থাপনা পরিচালক ও তরুন উদ্দোক্তা মেহেদী হাসান জানান আমরা চেষ্টা করেছি শহুরে মানুষগুলো যেন প্রকৃতির মাঝে পরিচ্ছন্ন পরিবেশে প্রশান্তিতে পছন্দের খাবারের স্বাদ নিতে পারে এ বিষয়কে গুরুত্ব দিয়েছেন। তিনি আরও জানান
নতুন অবস্থায় এ্যরস্ট্রকেট ফুড গার্ডেনে প্রতিটি খাবার এর উপর ১০% ছাড় দেওয়া হবে এবং সকল ভোজন রসিকের জন্য রয়েছে বিনামূল্যে ওয়েলকাম ড্রিংকস।