মোঃ রাজিব জোয়ার্দ্দার
পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। ঢাকা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিচ্ছিন্নভাবে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।
এ সময় আক্রান্ত হয়েছেন ২২২ জন। তাদের মধ্যে ঈশ্বরদী উপজেলাতেই ৭৫ জন। এ ছাড়া সদরে ৭৬ জন, আটঘরিয়ায় ১৩ জন, ভাঙ্গুড়ায় ৮, ফরিদপুরে ৫, সাঁথিয়ায় ২০, বেড়াতে ১৩ ও সুজানগরে ৬ জন।
পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি মৃত ব্যক্তিদের তথ্য সরবরাহ করতে পারেননি।
খোঁজ নিয়ে জানা যায়, পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তুলি রানী সরকার করোনা আক্রান্ত হয়ে এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাবনা সিভিল সার্জন অফিস রাজশাহী ও ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু নিশ্চিত করেছেন। এ ছাড়া রাজশাহী মেডিকেলে আরও একজনসহ বাকিরা পাবনা সদরসহ জেলার বিভিন্ন স্থানে মারা যান।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, রোবাবার (১১ জুলাই) দুপুর ১২টা থেকে সোমবার (১২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ১৬০০ জনের প্রাপ্ত ফলাফলে পজিটিভ এসেছে ২২২ জনের। এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার। মারা গেছেন মোট ৩০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪