এস এম আদনান উদ্দিন স্টাফ রিপোর্টার
পাবনায় অসহনীয় মাত্রার তীব্র লোডশেডিং দেখা গিয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর থেকেই তীব্র লোডশেডিং দেখা গিয়েছে পাবনার শহর ও উপশহরগুলোতে।
প্রত্যহ ছয় থেকে আট ঘন্টা করে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে শহরের বাসিন্দারা। উপ শহরের গ্রামগুলোতে পাঁচ থেকে ছয় ঘন্টা করে বিদ্যুৎ সুবিধা পেলেও মাঝে মাঝে নির্ঘুম নিদ্রায় সারারাত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পাবনা জেলার গ্রামবাসীরা। প্রত্যেক দেড় থেকে দুই ঘন্টা পরপর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে শহরের মহল্লাগুলোতে। উপ শহরের গ্রামগুলোতে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে সারাদিনের ক্লান্তি শেষে ঘুমাতে পারছে না মানুষ এতে ঠান্ডা জ্বর ও পানিবাহিত রোগসহ নানারকম শারিরীক জটিলতায় ভুগছে।
এ বিষয়ে পাবনার তরুন সমাজসেবক তসলিম হাসান খান সুইট জানান, শহরের বিভিন্ন মহল্লাগুলোতে ঠিকমত বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না সাধারণ জনগণ। সারাদিনের ব্যস্তময় কর্মজীবনে বেশ অস্বস্তিতে মানুষ। বিদ্যুৎ সুবিধা না পেয়ে কর্মজীবনের নানা রকম গুরুত্বপূর্ণ কাজ করতে পারছে না ফলে জনভোগান্তি বেড়েছে। কর্মময় মানুষগুলো একদিকে তাদের কর্ম সম্পাদন করতে পারছে না আবার দিনশেষে বাড়িতে এসে রাতে ঠিকমত ঘুমাতে পারছে না। এরকম চলতে থাকলে সাধারণ জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলার গ্রৌরীগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আসলাম শেখ জানান, দিন ও রাত মিলে হয়তো ছয় থেকে সাত ঘন্টা বিদ্যুৎ সুবিধা পায় গ্রামবাসীরা কিন্তু রাতের বেশিরভাগ সময়ে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয় গ্রামবাসী। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষক তারা খেতে খামারে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতের খাবার খেয়ে প্রশান্তির ঘুম ঘুমাতে পারছে না। রাতের ঘুম হারাম হয়ে গেছে। এতে গ্রামবাসীদের কারো কারো ঠান্ডা জ্বর ও নানা অসুখের মুখে পড়ছে।
এ বিষয়ে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. সাজ্জাতুল ইসলাম খান নাদিম জানান, বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রাতের বেশিরভাগ সময় নিদ্রাহীনতায় কাটাচ্ছে সাধারণ মানুষ। এতে ঠান্ডা জ্বর ও নবজাতক শিশু বাচ্চাদের নিউমোনিয়া ও ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশী। এছাড়াও রোগিদের শ্বাসকষ্ট উচ্চরক্তচাপ টাইফয়েড ও ব্রঙ্কাইটিসের মতো রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকো পাবনার সহকারী প্রকৌশলী নাজমুল হক জানান, বকেয়া বিল পরিশোধ করতে না পারায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে তাই সাময়িক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকরা তবে অচিরেই আগের মতোই বিদ্যুৎ সুবিধা পাবে বলে আশাবাদী নেসকো।