পাবনায় অপহৃত ৫ম শ্রেণীর মাদ্রাসার ছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার চাটমোহর উপজেলার চড়াইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র মোঃ রমজান আলী (১৪) আটঘরিয়া থানাধীন তার নানা বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। ওইদিন সন্ধ্যায় ভিকটিমের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি।
অনেক খোঁজাখুঁজির পর বুধবার সন্ধ্যায় অজ্ঞাতনামা মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মাকে তার ছেলেকে ফিরে পেতে ৬০ হাজার টাকা দিতে হবে।
এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা ময়না খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চাটমোহর থানায় অজ্ঞানামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করলে মামলার সূত্র ধরে রমজান আলীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১২।
এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-২ পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ আভিযানিক দল গত শনিবার রাতে পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন বড়াল ব্রীজ এলাকা হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। র্যাব-১২, অভিযানিক দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
অভিযুক্ত অপহরনকারী কে আজ রবিবার দুপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঈশ্বরদী উপজেলার রেলস্টেশন এলাকা অভিযান চালিয়ে আসামী মেহেদী হাসান সাগর (২৫) কে গ্রেফতার করেছে র্যাব। সে নওগাঁ সদর উপজেলার দুবলহাটি গ্রামের মৃত আইনুদ্দিন এর ছেলে। বিষয়টি আজ সকালে প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার পাবনা র্যাব-১২, সিপিসি-২, স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।
অভিযুক্ত অপহরনকারী কে চাটমোহর থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব।