পাবনা জেলা প্রতিনিধি:
আরিফ খান জয়
পাবনা সদর উপজেলার অনন্ত বাজার কলোনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আরাফাত ইসলাম (২০) নামে এক কিশোর যুবক নিহত হয়েছেন।
আরাফাত ইসলাম অনন্ত মুটেপাড়ার ওমর ফারুকের ছেলে।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, নিহত আরাফাত ইসলাম পৌর বিএনপি নেতা রুপমের অনুসারি।
(২ এপ্রিল) বুধবার রাত: ১০টার দিকে অনন্ত বাদ কলোনির দক্ষিণ পাশে, ছুরিকাঘাটের ঘটনাটি ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়,
অনন্ত কলোনির এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বরের অনুসারীদের সাথে বিরোধ চলছিল আরাফাত ইসলামসহ সংশ্লিষ্টদের মাঝে। বুধবার রাতে অনন্তকলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় আরাফাত ইসলামকে দেখতে পেলেই শহিদ মেম্বরের অনুসারীরা অতর্কিত হামলা চালায়।এলোপাথাড়ি ছুরিকাঘাতে জখম করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আরাফাতকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে রাত ১২টার দিকে আরাফাত ইসলামের মৃত্যু হয়। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ও পৌর বিএনপি নেতা রুপমের অনুসারীরা। স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
এই বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত (ওসি)আব্দুস সালাম বলেন,প্রাথমিকভাবে শুনেছি, কলোনী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। ধারণা করা হচ্ছে তার জোর ধরে হত্যাকাণ্ড। অপ্রীতিকার ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি,অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।