পাইকগাছায় বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যাকান্ডের মামলায় ৩ জন গ্রেফতার!
মোঃ খাইরুজ্জামান সজিব
সিনিয়র চীফ রিপোর্টার
পাইকগাছায় বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যাকান্ডের মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ৩ জনকে শনিবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানাগেছে। আরও জানাযায় বিশ্বজিৎ-এর মৃতদেহ উদ্ধারের ৩ দিন পর থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ এ মামলার সন্দেহ আসামী হিসেবে ৩ জনকে আটক করেছে। আটক ৩ জন ওই এলাকার ঘের মালিক ও কর্মচারী।
উল্লেখ্য উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত মনোরঞ্জন সানার ছেলে বিশ্বজিৎ সানা (৩০) গত ৬ আগস্ট রোববার রাত থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিন পর ৯ আগস্ট বুধবার এলাকার একটি চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ বিশ্বজিৎ-এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে এ ঘটনায় নিহতের ভাই জয়দেব সানা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা করেছে। এ মামলায় পুলিশ সন্দেহ আসামী হিসেবে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, ওই এলাকার ঘের মালিক মৃত আব্দুর রহমান (কিনু) মিস্ত্রীর পুত্র হাসানুর রহমান (৩৫) ও জাহিদুর রহমান (৪৩) এবং একই ঘেরের কর্মচারী বাবুর্চী রিয়াদ আলী গাজী (৩৮)। শনিবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।