পাবনা প্রতিনিধিঃ
পাবনায় পরকীয়ার প্রেমের জেরে পারিবারিক ঝামেলা ও মানসিক যন্ত্রনা সইতে না পেরে ফুফু শাশুড়ির বাড়িতে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যার করেছে বাবলী খাতুন (২৩) নামে এক গৃহবধু। গতকাল ২৫ মার্চ রাত ৭ টার দিকে পাবনা পৌরসভাধীন তিন-বটতলার গদুনির বাড়িতে ঘটনাটি ঘটেছে।
ঘটনার কারণ হিসেবে নিহতের আত্মীয় স্বজন ও প্রত্যক্ষদোশী জানায় , ঘটনার ১৫ দিন আগে নিহত বাবলী তার শশুর বাড়ীর পাশের একটি ছেলের বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে অবস্থান নেয়। এ ঘটনায় ছেলেটির মা নিহত বাবলীকে চর থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেয়। ঘটনাটি বাবলীর স্বামী জানতে পেরে বাবলীকে নিয়ে তার ফুপুর বাড়িতে নিয়ে আসে।
এরই জেরে ২৫ মার্চ সন্ধ্যায় বাবলী স্বামীর অনুপস্থিতি ও বাড়িতে কেউ না থাকায় ঘড়ের ভেতর দরজা লাগিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি নেয়।
এ ব্যাপারে তাৎক্ষনিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা পুলিশের এস.আই মেহেদীর সাথে কথা হলে তিনি জানায় প্রাথমিক ভাবে আমরা ঘটনাটিকে আত্মহত্যা মনে করছি। তবে তদন্ত করে পরবর্তীতে আমরা ঘটনার প্রকৃত রহস্য জানতে পারবো বলে পুলিশ জানায়। এ ঘটনার পর থেকে তিন বটতলা এলাকায় মানুষের মাঝে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।