মোঃ রাজিব জোয়ার্দ্দার
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেছে স্বাধীন গ্রুপ।
বৃহস্পতিবার উদয় ফুড এন্ড বেভারেজ ইন্ডাষ্টিজ ফ্যাক্টরিতে বিকেলে (বাদ যোহর ) খতমে কোরআন, বয়ান এবং যোহরের নামাজের পড়ে মিলাদ মাহফিল দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।
পবিত্র এ মাহফিলে বিশেষ বক্তব্য রাখেন স্বাধীন গ্রুপের এমডি তারিকুল আলম (স্বাধীন)
মুহাম্মদ (সা.) এর প্রতি ভালোবাসা ও মর্যাদা’ সম্পর্কে বয়ান পেশ করেন
মাহফিলে বিসিক শিল্পনগরী এলাকা ও স্বাধীন গ্রুপের যে সকল মুরুব্বি ও কর্মকর্তা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা, আর যারা অসুস্থ আছেন তাদের আশু রোগমুক্তির জন্য দোয়া এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন গ্রুপের এমডি তারিকুল (আলম স্বাধীন)
নেয়ামুল আলম শামীম
মার্কেট ম্যানেজার শহিদুল ইসলাম শহীদ, ফ্যাক্টরী ম্যানেজার খাইরুল ইসলাম
মার্কেটিং এসিস্টেন্ট রফিকুল ইসলাম কিরণ, এবং ইমন, একালাস । স্বাধীন গ্রুপ ও উদয় ফুড এন্ড বেভারেজ ইন্ডাষ্টিজ এর কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকে।