মাছুদ রানা কুমারখালি : পাবনার কুষ্টিয়া সিমান্তবর্তী এলাকা কুমারখালী ইউনিয়ন শিলাইদহের পদ্মা নদীচরে সরকারী খাস জমিতে অবৈধভাবে ভূমি দস্যুরা উত্তোলন মাটি ও বালি।এতে রবি ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।সরেজমিকনে গিয়ে দেখা যায় কোভেল্কো,বেলচা-কোদাল ব্যবহার করে পরিবহনের জন্য ড্রামট্রাক ও সেলো ইঞ্জিন চালিত পরিবহন ব্যবহার করে বিভিন্ন ইট ভাটায় পৌঁছে দিচ্ছে তারা,এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক, ধ্বংসের মুখে কৃষি ফসলি জমি,হতাশায় এলাকাবাসী।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কৃষকরা জানান,আমাদের এসব মাঠে অতীতে অনেক বাদাম,চৈতালী ফসলসহ নানা ধরণের চাষবাদ করি।বর্তমানে মাটি ব্যবসায়ীদের কারণে উর্বর পলিমাটি না থাকায় আমাদের ফসল ফলানো অসম্ভব হয়ে পড়েছে।যা আমাদের ভবিষ্যৎ অনিশ্চিতের মুখে থুবড়ে পরছে এই গুলো দেখার কেউ নেই।কুষ্টিয়ার সহকারী ভূমি অফিসার জানিয়েছেন,প্রতি বছরের ন্যায় এ বছরেও অভিযান পরিচালনা করবো।কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানিয়েছেন,আমরা লিখিত অভিযোগ পেলেই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।