পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, বাংলাদেশে ইতিহাস রচনা
পাবনা প্রতিনিধি:আরিফ খান (জয়)
জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা-গুলিতে বিপুল সংখ্যক লোকের প্রাণহানি হলে সরকারবিরোধী আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার (৩ আগস্ট) তারা সরকারের পদত্যাগের এক দফা দাবি দেয়।
এরপর গত রোববার (৪) অসহযোগ আন্দোলন চলাকালে দেশজুড়ে প্রায়
একশের অধিক মানুষের প্রাণহানি হয়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকে। হাজার হাজার আন্দোলনকারীরা গণভবনে ডুকে পড়েন, পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। যা বাংলাদেশের ইতিহাসে
একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী হলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার (৫ আগস্ট) দুপুর ৪:৩০ টায় জাতির উদ্দেশে ভাষণ প্রদান দেন।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশবাসীকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান, সমস্ত হত্যাকাণ্ডের ও অন্যায় বিচার করা হবে,
সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানান। অন্তবর্তী কালীন সরকার গঠন করে সরকার পরিচালনার করা হবে।