পথচারী টার্গেটকরেছিনতাইয়ের প্রস্তুতি, গ্রেফতার- ৬
মাসুদ পারভেজ
পথচারী টার্গেট করে ছিনতাইয়ের প্রস্তুতি, গ্রেফতার ৬
চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড রোডে গাড়ি ও পথচারীদের টার্গেট করে ডাকাতির প্রস্তুতির সময় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর ফ্রান্সিস রোডের মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. বাবলু (২৮), মো. আল আমিন (২২), মো. আরাফাত (২৫), মো. আরমান হোসেন (২০), মো. সুরুজ (১৯) ও মো. দেলোয়ার হোসেন (২৬)।
সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নগরের পলোগ্রাউন্ড রোডের কুলিয়ারচর পেট্রোল পাম্পের পূর্ব পাশের ফ্রান্সিস রোডের মুখে রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকর গ্রেফতার করা হয়।
এ সময় অজ্ঞাত ছয় থেকে সাতজন আসামি দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারদের কাছ থেকে ছয়টি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতাররা রমজান মাসে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির করার টার্গেট করেছিল। বিশেষ করে নগরের বিআরটিসিগামী, সিআরবিগামী পথচারী, স্টেশন রোড ও রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট ছিল তাদের।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।