মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তাগাছা উপজেলা শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, নৌকার প্লাবণ পৃথিবীর কেউ দাবিয়ে রাখতে পারবে না। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে হত্যা, ধর্ষণ, নৈরাজ্য, কৃষিসহ অর্থনৈতিক উন্নয়ন মারাত্মকভাবে পিছিয়ে পড়া বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার শাসনামলে অনেক চড়াই-উৎড়াই, ষড়যন্ত্র পেরিয়ে আজ স্বয়ংসম্পূর্ণ। যার ফলে 'ফাও' প্রদত্ত দু-দু'বার আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশ। গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার নন্দীবাড়িস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠেয় জনসভায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ড.রাজ্জাক ঐতিহ্যবাহী মুক্তাগাছা ও তাঁর নির্বাচনী এলাকা মধুপুর-ধনবাড়ীকে ভ্রাতৃত্ববোধসহ কৃষি, শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, ব্যবসা-বানিজ্যে ঐতিহাসিক আঞ্চলিক সেতুবন্ধন আখ্যায়িত করে বলেন, স্বাধীনতা উত্তর জাতির জনক বঙ্গবন্ধুর সুদূরপ্রসারি পরিকল্পনা ও অক্লান্ত পরিশ্রমে কৃষি বান্ধব ও অনুকূল আবহাওয়ার সোনার বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি সুখী-সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্ব দরবারে দাড় করাতে চাইলেও খুনী জিয়া-মোসতাক গংদের হাতে সপরিবারে নৃশংস হত্যাকান্ডের কারণে দেশ পিছিয়ে পড়ে। আজ তারই সুযোগ্য কন্যা, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপ ও নেতৃত্বে বাংলাদেশ কারো দয়া-অনুকম্পা ছাড়াই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বেলা দু'টোয় অনুষ্ঠেয় উক্ত জনসভায় পৌরসভাসহ ১০টি ইউনিয়ন থেকে প্যানা-ব্যানার, প্লে-কার্ড, ফেস্টুন ও বিশেষ পোশাকে সুসজ্জিত আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাতীঁলীগ, মৎস্যজীবিলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুহুর্মুহ করতালি ও মিছিল স্লোগানে মুখরিত জনসভা কাণায় কাণায় পূর্ণ হয়ে যায়। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত, গীতা পাঠ, স্থানীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক সেলিম সরকার এর সঞ্চালনা ও পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার, উপজেলা আ'লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইঁদু, ময়মনসিংহ জেলা আ'লীগের সম্মানিত সদস্য এডভোকেট বদর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহ্তেশামুল আলম, সাধারণ সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা পরিষদের সভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা পরিষদ সম্মানিত সদস্য মাহাবুবুল আলম মনি প্রমূখ।
সভাপতির সমাপনী বক্তব্যে কেএম খালিদ এমপি বলেন, বিএনপি-জামায়াতের হত্যা, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রকে নস্যাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে আমরা কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে কাজ করে যাবো এবং নৌকার প্রার্থীকে বিজয়ী করবো। এছাড়াও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠেয় উক্ত জনসভায় সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব, উলামা-মাশায়েখ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।