নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের ইন্তেকাল
ডেক্স রিপোর্ট :
নেত্রকোণা – ৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত তিন তিনবারের সংসদ সদস্য রেবেকা মমিন (৭৬) আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তার ব্যাক্তিগত সহকারী মোঃ তোফায়েল আহমেদ জানান, এমপি রেবেকা মমিন দীর্ঘদিন যাবৎ কিডনি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। রেবেকা মমিন ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথম বার এমপি নির্বাচিত হন। পরে তিনি ২০১৪ ও ১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় এমপি নির্বাচিত হন। উনার বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের কাজিহাটি এলাকায়। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রেবেকা মমিন সাবেক সংসদ সদস্য ও প্রয়াত খাদ্যমন্ত্রী আবদুল মমিনের স্ত্রী। তার প্রথম জানাজা ঢাকা ধানমন্ডি তিন নাম্বার রোডের বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ পৌর শহরের কাজিহাটি নিজ বাড়িতে বিকাল ৬টায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।