দেশের রাজনীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে বিএনপির কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার (২২ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের মুখোমুখি হতে ভয় পায় বিএনপি। এর মূল কারণ, দেশের রাজনীতি ও জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের কোনো অবদান নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রয়াসে বাংলাদেশে প্রথমবারের মতো সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট আইনের মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) গঠিত হয়েছে। সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে।’
বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, ‘প্রকাশ্য জনসভায় সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির মধ্য দিয়ে বিএনপির হত্যা-ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির নীলনকশা আবারও দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে। ঐতিহ্যগতভাবেই বিএনপি একটি খুনির দল; তাদের খুনি চরিত্র বারবার উন্মোচিত হয়েছে। ক্ষমতায় থেকে তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ২১ আগস্টের মতো নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। বিরোধীদলে থেকেও তারা খুনের রাজনীতি অব্যাহত রেখেছে