মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ চন্দ্র পাল ও মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর যৌথ উদ্যোগে ৬নং রাজগাতী ইউনিয়নের রেললাইন ও রেল ব্রীজ পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনসাধারণের সাথে ভবিষ্যতে দুষ্কৃতকারীরা যাতে রেল লাইনের ক্ষতি সাধন, চলাচলে বিঘ্ন ও আইন-শৃঙ্খলার অবনতি না ঘটাতে পারে তজ্জন্য সচেতনতামূলক আলোচনা করেন। আলোচনা শেষে রেলপথের নিরাপত্তার লক্ষ্যে গ্রাম পুলিশদের মাঝে ১০টি টর্চলাইট, ১০টি বল্লমসহ রাত্রিকালীন বিশ্রামের জন্য তাঁবু বিতরণ করেন। এ ব্যাপারে জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের তত্ত্বাবধান, দিক নির্দেশনা ও স্থানীয় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আহুত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘২৪ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন ও সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমিসহ অত্র থানার অফিসার্স ও ফোর্সবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তিনি বলেন, এ ব্যাপারে স্থানীয় আমজনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।