আমানুল্লাহ খান শাওন
বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য এই প্রতিপাদ্যকে তুলে ধরে সারা দেশের ন্যায় পাবনায়ও বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পাবনা জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় ডেইরি খামারিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে বের হওয়া ওই র্যালিটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপণ্ডপরিচালক ড. মোঃ জামাল উদ্দিন, ও পাবনা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপণ্ডপরিচালক ডাঃ মোঃ রফিকুল ইসলাম। সভায় খামারীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আমিনুল ইসলাম, সবুজ আহমেদ ও মোঃ আকমল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রোমানা আক্তার রোমি। বক্তারা প্রাণিসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের দুগ্ধ সম্পদকে সমৃদ্ধ করার আহ্বান জানান।