মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভি বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন, আইনজীবী, মানবাধিকার ও মিডিয়া ব্যক্তিত্ব উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন । সকাল ১১টায় রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় উক্ত মানববন্ধনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শিবলী খাঁন। মানববন্ধনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ব্যক্তিত্বসহ আইনজীবী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে স্থানীয় চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবু চেয়ারম্যানসহ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত দুর্বৃত্তদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আর্থ সামাজিক উন্নয়ন, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি ঘুষ, দুর্নীতি, সরকার ও প্রশাসনযন্ত্রে ঘাপটি মারা অতি উৎসাহী ও ক্ষমতা লিপ্সু কুচক্রী মহলের দৌরাত্ম্য, ক্ষমতার অপব্যবহার ও সন্ত্রাসবাদ নির্মুলে প্রশাসনের সাথে সমন্বয়ে ঐতিহাসিকভাবে স্বীকৃত সংবাদকর্মীদের নিরাপত্তা বিধানে বক্তারা একমত পোষণ করেন।