বিপুল রায়- নাগেশ্বরী( কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাটে আব্দুল শাফি নামে এক বৃদ্ধ পানিতে ডুবে ১দিন ধরে নিখোঁজ দীর্ঘসময় ধরে খুজার পড়েও পায়নি বৃদ্ধের লাশ। জানা যায় আব্দুল শাফি মিয়া বয়স ৬০ বছরের উপরে তিনি প্রায় গরুর জন্য ঘাস কেটে সেই ঘাস নিয়ে নদী সাঁতারে পাড় হয় কিন্তু প্রতিদিনের ন্যায় নদী পাড় হতে গিয়ে আর পাড় হতে পারেনি মাঝ নদীতেই ডুবে যায় স্থানীয়রা দেখলে অনেক খুঁজাখুঁজির পড়েও পায়নি বৃদ্ধের লাশ ।
পরবর্তীতে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ কয়েক ঘন্টার উদ্ধার অভিযান চালিয়ে বৃদ্ধের লাশ না পাওয়ায় রংপুরের ডুবুরি দলের অভিযানে ১ দিন পড়ে বৃদ্ধ আবদুল শাফি মিয়ার লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা।