নলছিটি উপজেলার মগর ইউনিয়নে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি নলছিটি উপজেলার মগর ইউনিয়নের তিন ও চার নং ওয়ার্ড ছাত্রলীগের আজ রোজ সোমবার বিকেলে খাওখির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিকেল ৩টায় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ মেহেদি হাসান প্রিন্স।
উক্ত অনুষ্ঠানে নলছিটি উপজেলার মগর ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ড ছাত্রলীগ কমিটি গঠন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন মগর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক শাহিন,অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান কবির,
নলছিটি উপজেলার উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদ তানভীর রহমান তুহিন, সহ
অত্র ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো সুমন তাং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাফুজ খান জিসান,ওয়ার্ড ইউপি সদস্য সহ অন্যান্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় প্রধান অতিথি নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার বলেন,
১৪ দলের মুখ পাত্র আমির হোসেন আমু এম'পি মহোদয়ের নির্দেশে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কণ্যা, বৈশ্বিক উন্নয়নের রোল মডেল, বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা উন্নত আধুনিক স্বনির্ভর স্বদেশ গড়ার কারিগর,বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা "স্মার্ট বাংলাদেশ" গড়ার যে হাতে নিয়েছেন তা বাস্তবায়নে বাংলাদেশ রাষ্ট্র গঠনে নেতৃত্ব দানকারী সংগঠন, শহীদের রক্তস্নাত বাংলাদেশ ছাত্রলীগ দেশের ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে নিরবচ্ছিন্নভাবে আমাদের কাজ করে যেতে হবে সবাইকে কাঁধে কাধ মিলিয়ে।