1. holyjannattv@gmail.com : rajib :
  2. admin@amarsangbadpratidin.com : admin :
  3. writers@amarsangbadpratidin.com : Writers :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

নলছিটি উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় জরিমানা।

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ শফিকুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৮৩১ Time View

নলছিটি উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় জরিমানা।

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ শফিকুল ইসলাম

অদ্য ০৮ মে ২০২৩ তারিখ ১২ ঘটিকায় এএসআই (সঃ)/১০১৭৫ মোঃ বাবুল, ১০ এপিবিএন, বরিশাল এর নেতৃত্বে একটি অপারেশনাল টিম এবং জনাব নেহের নিগার তনু, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) ও ড. মোঃ ইউসুফ আলী, উপ-পরিচালক প্রসাশন, পরিবেশ অধিদপ্তর, বরিশাল দ্বয়ের সমন্বয়ে ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার মগড় ইউনিয়নস্থ কালিঝিরা এলাকায় এমএমডি ব্রিকস্ মালিক মোঃ বাকের আলী এবং মগড় এলাকার মুন ব্রিকস্ লিঃ (মালিক সাদ্দাম হোসেন) এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় উক্ত ব্রিকস দুটিকে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা কালে ০২ (দুই) জন ব্রিকস এর মালিকদেরকে ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলা হইতে মাটি কাটিয়া বা সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসাবে ইহা ব্যবহার করা এবং এলাকার সীমানা অভ্যন্তরে ইটভাটা স্থাপন করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫ এবং ৮ ধারা মোতাবেক পৃথক পৃথক ঘটনায় যথাক্রমে ৫,০০,০০০+৪,০০,০০০ = ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Amarsangbadpratidin.com
Theme Customized BY Kh Raad (FriliX Group)