নবীনগরে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিদ্যাকুট গ্রামে আজ রবিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ আলী আহম্মেদ এর সভাপতিতে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,বিশেষ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য, মোজাম্মেল হক জালাল, কৃষক দলের সাবেক সভাপতি হোসেন আহমেদ,উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল,
উপজেলা যুবদলের সাবেক সদস্য মঞ্জুর আলম মজনু,উপজেলা তাতি দলের সভাপতি ইফতেখার খান মামুন,পৌর সেচছাসেবক দলের সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক, শ্রমিক দল নেতা অহিদখান।
বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির হোসেন,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কালন মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খোকন,যুবদল সভাপতি আমানুল্লাহ বাচ্ছু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম ইজন,যুব বিষয়ক সম্পাদক কবির হোসেন, মামুনুর রশীদ, ১নং ওয়ার্ড সভাপতি মোঃ মোছা মিয়া,২নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন,৩নং ওয়ার্ড সভাপতি সানাউল্লাহ মেম্বার,৪নং ওয়ার্ড সভাপতি দুলাল মিয়া,৫নং ওয়ার্ড সভাপতি আবু তাহের,নাসু মিয়া,জামাল মিয়া,আবুল খায়ের,আব্দু মিয়া সহ, নবীনগর উপজেলা ও বিদ্যাকুট ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে এডভোকেট এম এ মান্নান বলেন, আওয়ামী সরকারের সময় ফুরিয়ে এসেছে। বিএনপির চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সাফল্যের দ্বারপ্রান্তে। আওয়ামী লীগ ইভিএম ছেড়ে এখন ব্যালটে নির্বাচনে এসেছে। অপেক্ষা করুন তারা শীঘ্রই তত্তাবধায়ক সরকারে মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য হবে। কারণ দেশের মানুষ আওয়ামী লীগের অধীনে ভোটারবিহীন আর কোন নির্বাচন দেখতে চায়না।