1. holyjannattv@gmail.com : rajib :
  2. admin@amarsangbadpratidin.com : admin :
  3. writers@amarsangbadpratidin.com : Writers :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

নবীনগরে জুম্মা নামাজ নিয়ে তর্কাতর্কিতে একজন নিহত

এস.এম অলিউল্লাহ নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৫৪ Time View

নবীনগরে জুম্মা নামাজ নিয়ে তর্কাতর্কিতে একজন নিহত

এস.এম অলিউল্লাহ
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকার আলমগনগর গ্রামে জুম্মা নামাজে দাড়ানো তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ায় একজন নিহত হয়েছে। নিহতের নাম মোঃ সিজিল মিয়া (৪২) পিতা মন্তাজ মিয়া গ্রাম আলমনগর উত্তর পাড়া।গুরুতর আহত অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। গতকাল শুক্রবার( ০৫/০৫) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনা জিঙ্গাসাবাদের জন্য নূরে আলম নামে একজনকে আটক করছে।
জানা যায়, আলমনগর উত্তর পাড়া কবরস্থান মসজিদে জুম্মা নামাজদত আদায় করতে যান সিজিল মিয়া। মসজিদে দাড়ানোর বিষয় নিয়ে আলমগর গ্রামে মৃত সহিদ মিয়ার ছেলে শাহ আলম সিজিল পিছনের সাড়িতে দাড়াতে বললে সে সরে যায়নি। নামাজ শেষে কথা না শুনায় তার উপর এলোপাতারি কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সিজিল মাটিতে লুটিয়ে পরলে লোকজন প্রথমে নবীপুর হাসাপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজন অবস্থায় ডাক্তার তাকে নবীনগর সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় পুলিশ শাহ আলমের ছোট ভাই নূরে আলমকে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছে।
থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার ঘটনা’র সতত্যা স্বীকার করে বলেন,যে টুকু জানা গেছে জুুম্মার নামাজকে কেন্দ্র করে এ মারধরের ঘটনা ঘটে। লাশ সুরোতহাল রির্পোট তৈরী করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। এ বিষয়ে জিঙ্গাসাবাদের জন্য শাহ আলমের ছোট ভাই নূরে আলমকে থানায় আনা হয়েছে। ভিকটিমের পরিবার এখানো কোন অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Amarsangbadpratidin.com
Theme Customized BY Kh Raad (FriliX Group)