বাবুল হোসেনঃ মুক্তাগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন’কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোজ্জামেল হক।
শনিবার (২৮ সেপ্টেম্বর "২৪) রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কক্ষে মোজ্জামেল হকের নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন আব্দুল বাতেন,রকিবুল ইসলাম সহ দুল্লা ইউনিয়ন এর ব্যবসায়ীবৃন্দরা।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে ওসি কামাল হোসেন বলেন, এলাকায় শান্তি শৃংখলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে আমি সবসময় আপোষহীন। আমরা ন্যায়ের পক্ষ থেকে কাজ করে যাবো। কোন প্রকার অন্যায়ের সাথে পুলিশ আপোষ করবেনা। থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এবং সমাজে অপরাধ রোধে আমরা আপনাদের সহোযোগিতা কামনা করছি।
মোজ্জামেল হক বলেন, আমাদের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। তিনি মুক্তাগাছা থানা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, শিশু নিপীড়ন, ইভটিজিং, চুরি ও চাঁদাবাজ নির্মূলসহ আইন শৃঙ্খলার উন্নতিকল্পে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।